স্টাফ রিপোর্টার ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে গতকাল সাতক্ষীরা জেলার ছত্রিশটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এবং নিরাপত্তার সাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম জেলার সর্বোচ্চ সংখ্যক ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হলো। মোট পরীক্ষার্থী ছিল তেইশ হাজার তিনশত ছিয়ানব্বুই জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে সরকারি কলেজ কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। এবারের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পরীক্ষা শুরুর দেড়ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদের প্রবেশের বাধ্যবাধকতা ছিল। পরীক্ষার প্রশ্নফাঁস সহ সব ধরনের প্রতারনা এড়াতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নানা ধরনের উদ্যোগ গ্রহন করে যা প্রশংসিত হয়েছে। সাতক্ষীরার বাস্তবতায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সুষ্ঠ, দুর্নীতি মুক্ত করনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি ছিল চোখে পড়ার মত। জেলা প্রশাসকের নেতৃত্বে দফায় দফায় বৈঠকের মাধ্যমে দৃশ্যতঃ সাতক্ষীরার ভর্তি পরীক্ষা সফল নির্বিঘ্ন করনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী দৃষ্টিপাতকে জানান জেলা প্রশাসক মহোদয়ের সর্বাত্মক সহযোগিতায় জেলার ছত্রিশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অত্যন্ত ভালোভাবে, সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ঠ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে প্রাথমিকের ভর্তি পরীক্ষা কে কেন্দ্র করে সকাল থেকে সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক, ভোমরা সড়ক, পাটকেলঘাটা সড়ক, যানচলা চল ছিল অত্যাধিক, পরীক্ষার্থী ও তাদের স্বজনরা মোটর সাইকেল, ইজিবাইক, মহেন্দ্র, মাইক্রোবাস সহ নানা ধরনের যানবাহনে কেন্দ্র মুখি চলতে থাকে।