মোরেলগঞ্জ (খুলনা) প্রতিনিধি \ বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সে গাঁজা পৌঁছে দেয়ার চেষ্টাকালে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল অ্যাম্বুলেন্সের মালিক পিরোজপুর শিয়ালকাঠি গ্রামের মো. রাজু শেখ (৩২) ও তার সহকারী সাতক্ষীরা গাবুরা গ্রামের রাহাত হোসেন পারভেজ (১৮)। বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ পূর্ব সরালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। থানা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একটি অ্যাম্বুলেন্সটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে তেতুলবাড়িয়া গ্রামে নামিয়ে দিয়ে গাঁজার চালান পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছিল এসময় পুলিশ তাদের আটক করে। এ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করে। ঐ ঘটনায় দুটি মোবাইল ফোন, ২ হাজার টাকা ও অ্যাম্বুলেন্সটি জব্দ সহ থানায় মামলা দায়ের করা হয়েছে।