শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডাইরি \ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হস্তান্তরে অনিহা ও হুমকি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা আহছানিয়া মিশনের আজীবন সদস্য মো: আবু শোয়েব সাতক্ষীরা সদর থানায় আহছানিয়া মিশনের বিগত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নামে গত ২২/৩/২৫ তারিখে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন নং ১২৬৬, উক্ত সাধারণ ডায়েরিতে তিনি উলে­খ করেছেন মহামান্য সুপ্রীম কোর্ট ডিভিশনে ৯, ৩, ২০২৫ খ্রি: তারিখে স্থগিতাদেশের বিরুদ্ধে ৮৬৯/২০২৫ নং রিট পিটিশন দায়ের করেন এবং স্থগিতাদেশ পান। উক্ত স্থগিতাদেশ পাওয়ার পর ছয় অদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি পুনরায় ক্ষমতাপ্রাপ্ত হন এর প্রেক্ষিতে গত ৩/৪ দিন যাবৎ বিলুপ্ত কমিটির ক্যাশিয়ার মো: আব্দুল হামিদ কিন্তু কাগজপত্র আহ্বায়ক কমিটির সদস্য সচিবের কাছে দিয়ে ক্ষমতা হস্তান্তর শুরু করেন। মূল রেজুলেশন বহি, ক্যাশ খাতা ও দোকান বরাদ্ধের স্ট্যাম্প, এছাড়া মিশনের মূল্যবান কাগজপত্র হস্তান্তর করিতে অপরাগতা প্রকাশ করেন। যাহা সম্পূর্ণ আইন বিরোধী। এছাড়া বিগত কমিটির ব্যাপক দুর্নীতি ও নগদ অর্থ লোপাটের প্রমাণ লুকানোর জন্য ওই সকল ডকুমেন্ট দিতে অপরাগতা প্রকাশ করছে বলে মিশন সংশি­ষ্ট সকলেই অনুমান করছে এছাড়া বিগত কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে আজীবন সদস্য আবু শোয়েব দৃষ্টিপাতকে জানান সুপ্রীম কোর্টের আদেশে মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা মিশনের সাধারণ সম্পাদক নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com