স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা আহছানিয়া মিশনের আজীবন সদস্য মো: আবু শোয়েব সাতক্ষীরা সদর থানায় আহছানিয়া মিশনের বিগত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নামে গত ২২/৩/২৫ তারিখে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন নং ১২৬৬, উক্ত সাধারণ ডায়েরিতে তিনি উলেখ করেছেন মহামান্য সুপ্রীম কোর্ট ডিভিশনে ৯, ৩, ২০২৫ খ্রি: তারিখে স্থগিতাদেশের বিরুদ্ধে ৮৬৯/২০২৫ নং রিট পিটিশন দায়ের করেন এবং স্থগিতাদেশ পান। উক্ত স্থগিতাদেশ পাওয়ার পর ছয় অদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি পুনরায় ক্ষমতাপ্রাপ্ত হন এর প্রেক্ষিতে গত ৩/৪ দিন যাবৎ বিলুপ্ত কমিটির ক্যাশিয়ার মো: আব্দুল হামিদ কিন্তু কাগজপত্র আহ্বায়ক কমিটির সদস্য সচিবের কাছে দিয়ে ক্ষমতা হস্তান্তর শুরু করেন। মূল রেজুলেশন বহি, ক্যাশ খাতা ও দোকান বরাদ্ধের স্ট্যাম্প, এছাড়া মিশনের মূল্যবান কাগজপত্র হস্তান্তর করিতে অপরাগতা প্রকাশ করেন। যাহা সম্পূর্ণ আইন বিরোধী। এছাড়া বিগত কমিটির ব্যাপক দুর্নীতি ও নগদ অর্থ লোপাটের প্রমাণ লুকানোর জন্য ওই সকল ডকুমেন্ট দিতে অপরাগতা প্রকাশ করছে বলে মিশন সংশিষ্ট সকলেই অনুমান করছে এছাড়া বিগত কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে আজীবন সদস্য আবু শোয়েব দৃষ্টিপাতকে জানান সুপ্রীম কোর্টের আদেশে মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা মিশনের সাধারণ সম্পাদক নেই।