শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের শ্রেষ্ট ওসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান টানা দ্বিতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ১০ আগষ্ট) সকালে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) তার শ্রেষ্টত্ব ঘোষণা করেন। কলারোয়া থানা সূত্রে জানা যায়, জুলাই মাসে মামলার তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এই শ্রেষ্টত্ব অর্জন করেন। এ সময় রেঞ্জ ডিআইজি মহোদয় ওসি মোস্তাফিজুর রহমানের হাতে একটি ক্রেস্ট উপহার তুলে দেন উল্লেখ্য, ইতোপূর্বে তিনি মাগুরা সদর থানায় কর্মরত থাকাকালীন সময়েও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন। তিনি এই সম্মানীত হওয়ায় রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয়কে কলারোয়া থানা পুলিশ ও কলারোয়া বাসি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com