পাটকেলঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরার পাটকেলঘাটায় দর্শক নন্দিত চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪বছরে পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে কেক কেটে আলোচনার সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার সাজ্জাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা শেখ মাহামুদ হোসেন। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মোতিন, যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফরহাদ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল হক খান, সাংগনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, সদস্য মুজিবর রহমান, শাহিন আলম, বিশ্বাজিৎ চক্রবর্তী, মাহাফুজুর রহমান মধু, নাজমুল হক, শিক্ষক অলিউর রহমান, ভোরের কাগজের তালা প্রতিনিধি কিশোর কুমার, প্রমূখ। অনুষ্ঠানে পাটকেলঘাটা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।