শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

মোহামেডানের জার্সিতে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: মোহামেডানের জার্সিতে ফিরলেন সাকিব আল হাসান। আর তাতেই হারের বৃত্ত ভেঙে জয়ের আনন্দে মেতেছে দল, তবে তাতে কোনো অবদান রাখতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারিয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম জয় তুলে নিয়েছেন গত কয়েক মৌসুম ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি। আগের মৌসুমে মোহামেডানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরও কোনো ম্যাচ খেলতে পারেননি সাকিব। ঐতিহ্যবাহী এই ক্লাবটি সুপার লিগে না উঠতে পারায় তাকে খেলতে দেখা যায় লিজেন্ডস অব রূপগঞ্জে। ঢাকা লিগের চলমান আসরেও সাকিবকে খুব একটা পাওয়ার আশা নেই। কেননা আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তার আছে আইপিএলের ব্যস্ততা। তবে এরই ফাঁকে শনিবার মোহামেডানের হয়ে বহুল আকাক্সিক্ষত ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। হয়তো প্রথম এবং শেষ ম্যাচ! তবে টানা হারের বৃত্তে থাকা দলটি সাকিবের ফেরার ম্যাচে জয়ে রাঙিয়েছে। বিকেএসপিতে আগে ব্যাটিং করে মোহামেডান। এই ম্যাচে সাকিবকেই কেবল পায়নি মোহামেডান। রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজকেও পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। টপ অর্ডার থেকে ডিমোশন পাওয়া সৌম্য সরকার লেট অর্ডারে নেমেও রান করতে পারেননি। আগে ব্যাটিং করে ইমরুল ও রনি মিলে দারুণ শুরু করেন। রনি ৪৪ বলে ৩২ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। অবশ্য তার আউটের পর মিরাজ (৫) ও সাকিব (৫) দ্রæত বিদায় নিলে চাপে পড়ে মোহামেডান। এরপর মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংসে সেই চাপ থেকে বেরিয়ে আসে ঐতিহ্যবাহী ক্লাবটি। ৫১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। ইমরুল অবশ্য সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন। ১০১ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলেন মোহামেডানের অধিনায়ক। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ২২, আরিফুল হক ৩৯ ও জ্যাক লিনটটের ২৪ রানের ইনিংসে মোহামেডান ৭ উইকেট হারিয়ে ২৯০ রান করে। শেখ জামালের বোলারদের মধ্যে পারভেজ রাসুল ও আরিফ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া শফিকুল, মৃত্যুঞ্জয় ও সাইফ নিয়েছেন একটি করে উইকেট। ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান ও সৈকত আলী মিলে প্রত্যাশিত শুরুই পেয়েছিল। কিন্তু বেশিদূর এগোতে পারেননি সাইফ ও সৈকত। ৪৫ বলে ২৬ রান করে সৈকত আউট হওয়ার পর সাইফও ফিরে গেছেন হাফ সেঞ্চুরি (৫৮) করে। এরপর গুরুত্বপূর্ণ তিন ব্যাটার ফজলে মাহমুদ (৩৬), তৌহিদ হৃদয় (২) ও নুরুল হাসান সোহান (১৬) ব্যর্থ হওয়াতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় শেখ জামাল। মিডল অর্ডার ব্যাটার পারভেজ এক প্রান্তে দাঁড়িয়ে অবশ্য লড়াই করেছিলেন। কিন্তু তার ৫৬ বলে ৬৩ রানের ইনিংসটি ব্যর্থ হয়েছে। ৪৯.২ ওভারে শেখ জামাল ২৬৮ রানে অলআউট হয়ে যায়। বল হাতে মোহামেডানের আবু জায়েদ রাহী ৮৩ রানে নেন তিনটি উইকেট। এ ছাড়া বিদেশি কোটায় খেলা জ্যাক লিনটটও পান তিনটি উইকেট। নাজমুল অপু ও মিরাজ নেন একটি করে উইকেট। ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাকিব বল হাতেও সাফল্য পাননি। ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সাকিব হেলিকপ্টারে করে বিকেএসপি ছাড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com