ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) বৃষ্টিবিঘিœত ম্যাচে বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মোহামেডান। ৭ উইকেটে ১১৭ রান তোলার পর বৃষ্টির কারণে ২২ ওভারে নেমে আসে ম্যাচের দৈর্ঘ্য। লক্ষ্য তাড়ায় সাইফ-সৌম্যর ব্যাটে অনায়াসেই জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৭ রান তোলেন মোহামেডানের দুই ওপেনার তৌফিক খান তুষার ও আনিসুল ইসলাম। ২১ বলে ১৮ রান করা তুষারকে সাজঘরে ফেরান তানভীর ইসলাম। গোল্ডেন ডাকের শিকার হন তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞায় মোহামেডানের নেতৃত্ব পাওয়া রনি তালুকদার। এরপর ফরহাদ হোসেনের সাথে ৪২ রানের জুটি গড়েন আনিসুল ইসলাম। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেন তিনি। এরপর আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ৩০তম ওভারে ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। মোহামেডানের দলীয় রান তখন ৭ উইকেটে ১১৭ রান। বৃষ্টি বিরতির পর আর ব্যাটিংয়ে নামা হয়নি মোহামেডানের। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ২২ ওভারে। লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য দাড়ায় ৯৩ রান। লক্ষ্য তাড়ায় শুরুতেই তানজিদ হাসান তামিমকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ। রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর আর কোন বিপদ হতে দেননি সাইফ হাসান ও সৌম্য সরকার। দুইজনই মারমুখী ব্যাটিং করেছেন। ফিফটির দেখা পেয়েছেন সাইফ। মাত্র ১৩.২ ওভারেই দলের জয় নিশ্চিত করেন এই দুই ক্রিকেটার। ছয়টি চার ও তিন ছক্কায় ৪৪ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন সাইফ হাসান। চারটি চারের সাহায্যে ৩৩ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন সৌম্য সরকার।