স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় সাহিত্য চর্চার অনন্য সংগঠন মৌচাক সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে বেলা ১১ টায় শহরের কাটিয়াস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা কার্যালয়ে মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড মোঃ আব্দুল বারীর সভাপতিত্ব ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নববর্ষ কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছী, অধ্যাপক মোজাম্মেল হোসেন, তৃপ্তি মোহন মল্লিক,জেলা শিল্পকলা একাডেমীর সাধাঃ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক রফিকুল বারী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুছা করিম, মহিলা সম্পাদিকা শাহানা জামান, কার্যনির্বাহী সদস্য আলমগীর সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মৌচাক সাহিত্য পরিষদ সাহিত্য চর্চার একটি অনন্য সংগঠন। এখানে অনেক গুনি সাহিত্যিক ও শিল্পীরা দায়িত্ব পালন করছেন। মৌছাক সাহিত্য পরিষদের উদ্যোগে একাধিকবার বিভিন্ন সাহিত্য ও কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এই সাহিত্য সংগঠনকে আরো এগিয়ে নিতে হলে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধাঃ সম্পাদক কবি ও নাট্যকার আবদুল ওহাব আজাদ।