মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ গতকাল ১ জানুয়ারী ২০২৪ সোমবার মৌতলার মাধ্যমিক ,প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। সকাল ১০ঃউ ঘটিকায় ৩৮ নং মৌতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা পশু সম্পদ অফিসার ডাঃ শংকর কুমার দে। বিশেষ অতিথি হিসেবে মৌতলা ইউ পি চেয়ারম্যান জনাব ফেরদাউস মোড়ল, ইউ পি সদস্য মীর গাওছোল আজম, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি শেখ এমদাদুল হক,মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ডাঃ শংকর কুমার দে শিক্ষক ও অভিভাবক মন্ডলীর উদ্দেশ্যে বলেন,২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আজকের শিশুদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তিনি আরো বলেন, নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারা একটি ধারাবাহিক যুগান্তকারী সাফল্য।এজন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ চেয়ারম্যান ফেরদাউস মোড়ল,ইউপি সদস্য মীর গাওছোল আজম,মাস্টার মোঃ আনোয়ারুল ইসলাম। অতপর প্রধান অতিথি ডাঃ শংকর কুমার দে ও ইউ পি চেয়ারম্যান ৩৭ নং মৌতলা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের বই উৎসবে যোগদান করেন ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হুমাউন কবির ,গনেশ কুমার ভাইয়া, শেখ অলিউল্লাহ,শ্রী কৃষ্ণ কর্মকার প্রমূখ।এছাড়া প্রধান অতিথি মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,উভাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে যোগদান করে বই বিতরন করেন। এদিকে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা পারভিন,উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মাহমুদুল হক জিল্লু,আয়রুন্নেছা সহ সকল শিক্ষ্ক মন্ডলী।এছাড়া মৌতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা,লাইসিয়াম প্রি-ক্যাডেট স্কুল ও ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুলেও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।