তালা প্রতিনিধি \ জঙ্গি সন্দেহে মৌলভীবাজার থেকে আটক হয়েছেন সাতক্ষীরার তালার একই পরিবারের তিনজন। তারা হলেন, উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের মৃত ওমর আলী মোড়লের ছেলে শরীফুল ইসলাম মোড়ল (৪০), তার স্ত্রী আমিনা বেগম (৩৮)ও একমাত্র মেয়ে হাবিবা (২০)। গত ২৫ জুলাই বাড়ি থেকে শরিফুল তার স্ত্রী ও মেয়ে এক সঙ্গে বের হন। তারপর থেকেই ভাইসহ পরিচিতজনদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গত শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযানে জঙ্গি সন্দেহে মৌলভীবাজার থেকে আটক হন ঐ তিনজন। সরেজমিনে তালার খলিলগর ইউনিয়নের দক্ষিণ নলতা এলাকায় গিয়ে দেখা যায়, খুলনা-পাইকগাছা সড়কের পাশে শরিফুলের ছোট্ট একটি দোকান ঘর। স্থানীয়রা জানান,এই দোকানটিতে পরিবার নিয়ে বসবাসসহ সাইকেল মেরামতের কাজ করে সংসার চালাতো শরিফুল।পাশেই মোড়ল পাড়া সেখানেই শরিফুলের পৈতিক ভিটা। শরিফুলের দুই ভাই সেখানেই বসবাস করেন। তারা জানান, গত ২৫ জুলাই স্ত্রী আমেনা বেগম ও মেয়ে হাবিবাকে নিয়ে জঙ্গী হিসাবে আটক জামাইকে জামিনে মুক্তো করতে সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান শরিফুল। তরপর থেকেই মোবাইল বন্ধ থাকায় শরিফুলের সাথে যোগাযোগ করতে পারেন নি।এর আগে গত বছরের ২০ নভেম্বর সিরাজগঞ্জ থেকে জঙ্গী হিসেবে আটক হয়েছিল শরিফুলের মেয়ের জামাই আমিনুল ইসলাম শান্ত।বর্তমানে তার জামাই এখন কারাগারে আছে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল ইসলাম জানান, এবিষয়ে এখনই কোন মন্তব্য নয়,তবে খবর পেয়ে তথ্যানুসন্ধানে নেমেছে পুলিশ। আটককৃতদের বিষয়ে ব্যাপক খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।