বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ২৬৩ রান, ইংল্যান্ডের ৮ উইকেট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন পাকিস্তানের দরকার ২৬৩ রান। ইংল্যান্ডের প্রয়োজন ৮ উইকেট। ৭ উইকেটে ২৬৪ রানে আজস নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। এতে ম্যাচ জয়ের জন্য ৩৪৩ রানের টার্গেট পায় পাকিস্তান। জবাবে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৮০ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৪৯৯ রান। ৩ উইকেট হাতে নিয়ে ১৫৮ রানে পিছিয়ে ছিলো পাকরা। চতুর্থ দিনে গতকাল বাকী ৩ উইকেটে ৮০ রান যোগ করে, সব উইকেট হারিয়ে ৫৭৯ রান করে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের আব্দুল­াহ শফিক ১১৪, ইমাম উল হক ১২১ ও অধিনায়ক বাবর আজম ১৩৬ রান করেন। এ ছাড়া আঘা সালমান ৫৩ রানের ইনিংস খেলেন। অভিষেক ম্যাচ খেলতে নেমে ইংল্যান্ডের স্পিনার উইল জ্যাকস ১৬১ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংস থেকে পাওয়া ৭৮ রানের লীড পায় সফরকারী ইংলিশরা। এরপর ৭ উইকেটে ২৬৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। ইনিংসে হ্যারি ব্র“ক ৮৭, জোর রুট ৭৩ ও জ্যাক ক্রলি ৫০ রান করেন। পাকিস্তানের নাসিম শাহ-মোহাম্মদ আলি ও জাহিদ মাহমুদ ২টি করে উইকেট নেন। ৩৪৩ রানের টার্গেটে খেলতে নেমে দ্রুতই ২ উইকেট হারায় পাকিস্তান। শফিক ৬ ও বাবর ৪ রান করে আউট হন। ইমাম ৪৩ ও সাউদ সাকিল ২৪ রানে অপরাজিত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com