এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার গাবুরায় মৎস্য ঘেরের বাসা থেকে আবুল হাসান মালী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ২৯ জুন শনিবার সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের একটি মাছের ঘেরের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবুল হাসান ৯নং সোরা গ্রামের মুনসুর আলী মালীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত মধ্য রাতে আবুল হাসান ৯নং সোরার খালপাড় এলাকায় তার নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। শনিবার সকালে ঘেরের বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। এ বিষয়ে তার বড় ভাই হুদা মালী জানান, আবুল হাসান রাত ১২টার দিকে নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। এরপর সকালে আমি ও আমার চাচা ঘেরে আটল ঝাড়তে যায়। এক পর্যায়ে পাশের ঘেরের মালিক হাসানের মৃত্যুর খবর আমাদের জানায়। আমরা দ্রুত ঘেরের বাসায় গিয়ে হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। সেখানে গিয়ে দেখা যায় ঘেরের বাসার আড়ার সাথে একটি চিকন লাইলনের দড়ি গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। তার এক পা খাটের উপরে আর একটা পা মাটিতে পড়ে আছে। হাসানের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, হাসানকে যেভাবে ঝুলতে দেখা গেছে সেটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ওর (হাসানের) একটা পা খাটের ওপরে আরেকটি পা মাটিতে লেগে ছিল। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, মৎস্য ঘেরের বাসা থেকে আবুল হাসান মালীর মরদেহ উদ্ধার-পূর্বক ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।