দেবহাটা অফিস \ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল দেবহাটা উপজেজলা মৎস্য দপ্তরের উদ্যোগে নির্বাহী অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দপ্তরটি। নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রখে আয়োজিত মৎস্য সপ্তাহে সাংবাদিকদের মাধ্যমে মৎস্য সপ্তাহের গুরুত্বের উপর বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, কোন ধরনের রাসায়নিক পদার্থ ছাড়াই মাছ চাষ, মৎস্য নিধন রোধ, এবং মৎস্য সেক্টরের উন্নতির বিষয়ে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন, মৎস্য সপ্তাহের দিন গুলোতে কর্মসূচি ঘোষনা করা হয়।