স্টাফ রিপোর্টার ঃ টিভি, ম্যালেরিয়া, এইচ,আইভি ও কোভিড-১৯ সম্পর্কিত জন্ম সচেতনতা বৃদ্ধির লক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১টায় সাতক্ষীরা য²া নিয়ন্ত্রন কেন্দ্রে জাতীয় য²া নিয়ন্ত্রন ব্র্যাকের উদ্যোগে সভায় য²া রোগ নিয়ন্ত্রন বিভাগের সাতক্ষীরা এরিয়া সুপার ভাইজার সোহেল রানা বলেন, এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি ফুসফুসের য²ার প্রধান লক্ষন অবহেলা না করে য²ার পরীক্ষা করান। য²ার চিকিৎসায় বিনামূল্যে কফ পরীক্ষা করা হয় ও চিকিৎসা সেবা পাওয়া যায়। নিয়মিত চিকিৎসায় য²া ভালো হয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত পরিস্কার করুন। ঘর থেকে বের হলেই অবশ্যই মাস্ক ব্যবহার করুন। হাঁচি-কাশি হলে কনুই কিংবা টিস্যু ব্যবহার করুন। তিনি আরো বলেন, ম্যালেরিয়ার লক্ষন দেখামাত্র দ্রুত চিকিৎসা নিন। কীটনাশক মুক্ত মশারি ব্যবহার করুন, ম্যালেরিয়া মুক্ত থাকুন। দ্রুত রক্ত পরীক্ষা করিয়ে শরীরে ম্যালেরিয়ার জীবানু আছে কিনা তা নিশ্চিত হউন। এইচ আইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন। সুস্থ থাকুন। অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকুন। নিজেকে এইচআইভি থেকে নিরাপদ রাখতে হবে। অন্যের ব্যবহার করা সুঁই ব্যবহার থেকে বিরত থাকুন, তিনি সব অবস্থায় উলেখিত বিষয় গুলি মেনে চলার পরামর্শ প্রদান করেন। পিপিএস শেখ আমানুলাহ হক, প্রোগ্রাম অর্গানাইজার রুবেল হোসেন। এসময় বিভিন্ন এলাকার চিকিৎসক ও স্বাস্থ্য কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।