মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীযের মধ্যে দিয়ে মিলাদ- মাহফিল ও আলোচনার মধ্যে দিয়ে গতকাল ৯ ফেব্র“য়ারী বৃহস্পতিবার ৫৯ তম বার্ষিক ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফের ১ম দিন অতিবাহিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক তত্ত¡াবধানে বাদ ফজর হতে পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত পবিত্র ওরজ শরীফের ১ম পর্বের শুরুতে বাদ ফজর হইতে আলহাজ্জ ডাঃ মোঃ খলিলুলাহ’র সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন, হাফেজ মোঃ শাহাদাত হোসেন। মিলাদ শরীফ ও ফাতেহাপাঠ করেন, হাফেজ মোঃ হাবিবুর রহমান। হামদ, নাতে-রাসুল ও মুর্শিদী পরিবেশন করেন, মোঃ ফিরোজ আলম, আলহাজ্জ নেছার আহমেদ চৌধুরী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম। ভক্তের পত্র থেকে পাঠ করেন, আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান। আলোচনা করেন, আলহাজ্জ ড. কাজী এহছানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম। তাওয়ালাদ শরীফ পরিবেশন করেন, হাফেজ হাবিবুর রহমান। কেয়াম পরিবেশন করেন, মোঃ শাহীন আলম। শেজরা শরীফ পাঠ ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্জ হাফেজ মোঃ শামছুল হুদা। ২য় পর্বে সকাল সাড়ে ৯টা হইতে মিলাদ শরীফ ও বেছাল শরীফ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব হইতে মিলাদ শরীফ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হওয়ার পর মাহফিল মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন, আলহাজ্জ মুফতী মাওলানা শাইখ মোহাম্মাদ উসমান গনী,আলহাজ্জ ড. আব্দুল মজিদ, শায়খ সৈয়দ ড. হাসান আল আযহারী, হজরত মাওলানা মুফতী মোহাম্মদ আব্দুল আলী আল ক্বাদে, হাফেজ মাওলানা মো. কামরুজ্জামান। আজ শুক্রবার ওরছ শরীফের দি¦তীয় দিন। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে আগদ ৫৯ তম বার্ষিক ওরছ শরীফে আগত পীর কেবলার মেহমান বা ভক্তবৃন্দের থাকা, খাওয়া, এবাদত বন্দেগীর ব্যবস্থাসহ সুষ্ঠু ও শান্তি প‚র্ণভাবে বার্ষিক ওরছ শরীফ সম্পন্নের লক্ষ্যে মিশন কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা রাত-দিন বিরতিহীনভাবে কাজ করে চলেছে। ওরজ শরীফ উপলক্ষে গুরুত্বপ‚র্ণস্থান বা এলাকা সিসি ক্যামেরাদ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে। রাখা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ওরছ শরীফের শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে মিশনের তত্তাবধানে অন্যান্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জন প্রতিনিধি, সাংবাদিক, বিদ্যুৎ বিভাগ, স্কাউটস, রোভার স্কাউটস, আনছার, গ্রাম পুলিশ ও হাজার হাজার স্বেচ্ছাসেবক তৎপর ভ‚মকিা পালন করে চলেছে। পীর কেবলার ৫৯ তম বার্ষিক ওরছ শরীফকে কেন্দ্র করে পাক রওজা শরীফ, পীর আম্মার মাজার শরীফ, মাহফিল মাঠ, পীর ভবন, নলতা শরীফ শাহী জামে মসজিদ, মিশন অফিস, গেস্ট হাউস, অসংখ্য গেট, প্রধান প্রধান সড়ক, ফ্রি মেডিকেল ক্যাম্প, তথ্য ও প্রচার কেন্দ্র, নলতা হাইস্কুল মাঠে কম্বল, বস্ত্র, জুতা,কসমেটিক্স, লোহা-লক্কর, প্লাস্টিক, এ্যালোমেনিয়াম, মিষ্টি, ফল,ফাস্ট ফুডসহ নানান ধরণের দোকানের ফলে সু-সজ্জিতকরণের নান্দনিক দৃশ্যে নলতা শরীফ এলাকা এখন এক অচেনা ও আকর্ষনীয় স্থানে পরিণত হয়েছে। ওরছের প্রথম দিন সকাল বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ, শিশু ভক্তবৃন্দের ক্রমবর্ধমান উপস্থিতি লক্ষ্য করা গেছে। আগামীকাল ১১ ফেব্র“য়ারি শনিবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে তিনদিন ব্যাপি খানবাহাদুর আহছানউলা (রহ.) ৫৯ তম বার্ষিক ওরছ শরীফের পরিসমাপ্তি ঘটবে।