এফএনএস: যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৫টি স্বর্ণের বার এবং একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। ৩৫টি স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৯০ গ্রাম। গতকাল বুধবার দুপুরে শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের গোগা সীমান্ত থেকে এ স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- শার্শা উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (৩২) ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার (৪৫)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, প্রাইভেটকারে করে আনা স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করতে হাত বদলের জন্য শার্শা উপজেলার গোগা সীমান্তে কয়েকজন পাচারকারী মিলিত হন। খবর পেয়ে গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই আরোহীসহ সাদা রঙের একটি প্রাইভেটকার থামানো হয়। এ ছাড়া এ সময় গাড়িটির সামনে থাকা একটি মোটরসাইকেলকেও থামাতে বলা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে প্রাইভেটকারটিতে তলাশি চালিয়ে এসি বক্সের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৯০ গ্রাম সোনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। এ সময় প্রাইভেটকারে থাকা দুই স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। সূত্রটি আরও জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক দু’জনকে শার্শা থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও তিনি জানান।