কালিগঞ্জ প্রতিনিধি\ “তোমার আদর্শ ও সংগ্রামে আমরা আজও উদ্ভাসিত” এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক যশোরেশ^রী কালী মন্দির (৫১ পিটের ১ পিট) গঠিত সার্বজনীন কমিটির উপর দায়িত্ব অর্পণ, ভক্তদের দানকৃত অর্থ কালী মন্দিরের উন্নয়নের স্বার্থে, যাবতীয় সম্পত্তি এবং অনুদানের অর্থ আতœসাৎকারী জয়ন্ত ও জ্যোতি চট্রোপাধ্যায়ের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশের হিন্দু মহাজোটের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও হিন্দু মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাস, হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি পতিরাম মলিক, নির্বাহী সভাপতি মাস্টার প্রভাস মন্ডল, হিন্দু মহাজোটের নেতা ইলাদেবী মলিক, পংকজ গাইন, মাস্টার নিত্যানন্দ সরকার, গ্রাম্য ডাক্তার হরিদাস সরকার, মুকুল বিশ্বাস, অমল কৃষ্ণ ঘোষ, তাপস মন্ডল, বিক্রম পাত্র, উজ্জ্বল মন্ডল, তপন ঘোষ, বিমল কুমার বিশ্বাস, রনি বিশ্বাস প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ১৫৮৩-১৬০৯ সাল পর্যন্ত মহারাজা প্রতাপাদিত্যের রাজত্বকাল ছিল। সেই সময় রেখে যাওয়া দেবত্ব সম্পত্তি ভক্তদের কাছে ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে যারা মন্দিরের দান অনুদানের অর্থ যারা আতœসাৎ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। পরবর্তীতে উত্তরপার ব্রীজের নিচে নিজস্ব কার্যালয়ে জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতির সভাপতিত্বে মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।