মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণবাদের ফলাফল ঘোষণা দেবহাটা বিজয় দিবস ফুটবল টুনার্মেন্টে সখিপুর ইউনিয়ন জয়ী দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির আলো ছড়ানো সেমিনার পারুলিয়া মডেল সর: প্রাথ: বিদ্যালয়ের ফলাফল ঘোষণায় উপসচিব আবুল হাসান নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দৃষ্টিপাত পত্রিকার প্রিয় পাঠক ব্যবসায়ী হারুন অর রশিদ ডুমুরিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত কলারোয়ায় সিংগা হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অবসর জনিত শিক্ষকের বিদায় সংবর্ধনা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-০৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অপু উকিল। গতকাল ২৯ এপ্রিল শনিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল এমপি ও তার সহধর্মিনী সাবেক সংসদ সদস্য প্রফেসর অপু উকিল ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরে পদার্পণ করলে দলীয় নেতাকর্মীসহ তাদেরকে অভিনন্দন জানিয়ে ফুলের ডালা দিয়ে বরণ করে নেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে ফজলুল হক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। অভিনন্দন ও বরণ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে ঐতিহাসিক কালী মন্দির ঘুরে ঘুরে পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দদ্বয়। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে মতবিনিময় কালে সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বিএনপি জামায়াতের চোখে এসব পড়েনা। পদ্মা সেতু নিয়ে জামায়াত বিএনপি কত মিথ্যাচার করেছিল সেই মিথ্যার মুখে ছাই চাপা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন তিনিই পারেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করব। প্রিয় নেত্রী যাকেই মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করব। এ সময় তার সহধর্মিনী সাবেক সংসদ সদস্য প্রফেসর অপু উকিল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি পরিবার। বাংলাদেশের যেখানেই যাই মনে হয় যে আমি আমার পরিবারের মধ্যেই আছি। আমাদের দলের পারিবারিক বন্ধন অত্যন্ত মজবুত। জননেত্রী শেখ হাসিনা আমাদের পারিবারিক অভিভাবক। তিনি যতদিন বেঁচে থাকবেন যেন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন এটিই আমাদের সকলের প্রত্যাশা। প্রধানমন্ত্রীর আদর্শেই আমরা পথ চলব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহ-সভাপতি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শিল্পী রানী মৃধা ও জি এম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম শোকর আলি, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবির, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, উপজেলা যুবলীগ নেতা আল মামুন লিটন প্রমূখ। এরপর নেতৃবৃন্দ কালীমন্দিরে পূজায় অংশগ্রহণ করেন। পরে মধ্যাহ্নভোজন শেষে সুন্দরবনের পাদদেশে অবস্থিত আকাশ লীনা পরিদর্শন করেন। ফিরে যাওয়ার পথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের বাসভবনে যান। সেখানে সংসদ সদস্য ও দলীয় নেতা কর্মীরা তাদেরকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com