এফএনএস: যশোরে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শহরের শেখহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের বারান্দী মোল্যাপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন ও সিটি কলেজপাড়ার বউ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলা আমিন হোসেন। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, বিকেলে নিউমার্কেট থেকে মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে যাচ্ছিলেন ইসমাইল ও আল আমিন। তারা ঢাকা রোড ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বলেন, হাসপাতালে আনার আগেই ইসমাইল হোসেন ও আল আমিনের মৃত্যু হয়।