এফএনএস: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের উত্তর বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ একাধিক মামলার আসামি আবদুস সাত্তার মোড়লকে (৫০) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। সাত্তার মোড়ল মৃত জাহান আলী মোড়লের ছেলে। বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বারোপোতা গ্রামের সাত্তার মোড়লের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। আটকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভ‚ইয়া অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি সাত্তারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে গতকাল শুক্রবার যশোর আদালতে পাঠানো হয়।