এফএনএস: যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই কারখানায় অভিযান চালিয়ে চারটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দোকান মালিক এবং কর্মচারীসহ তিনজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের আরএন রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজ এলাকার বিসমিলাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আবদুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবদুল কুদ্দুস রাঙ্গামাটি গ্যারেজ এলাকার একটি দোকান ভাড়া নিয়ে লেদ কারখানা করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ এসে হঠাৎ ওই দোকানে অভিযান চালায়। এ সময় দোকান মালিক আবদুল কুদ্দুস, কর্মচারী আজিজুল ইসলাম ও সুমনকে আটক করা হয়। ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার বলেন, দীর্ঘদিন ধরে বিসমিলাহ ইঞ্জিনিয়ারিংয়ে দেশীয় পিস্তল, ওয়ানশুটার গানসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে আসছিল বলে গোপন সংবাদে জানতে পারি। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামসহ দোকান মালিক আবদুল কুদ্দুস এবং দুই কর্মচারীকে আটক করা হয়। ওসি আরও বলে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্র তৈরি ছাড়াও তারা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কি-না তা যাচাই করা হচ্ছে।