এফএনএস: যশোরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে বাস ও থ্রি—হুইলারের সংঘর্ষে একজন নিহত ও নারী—শিশুসহ ৯ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় প্রাণিসম্পদ গবেষণা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক। নিহত হারুন বিশ্বাস (৪৫) সরইডাঙ্গা গ্রামের আহাদ আলী বিশ্বাসের ছেলে। আহতরা হচ্ছেন— নিহত হারুনের ভাই ফারুক বিশ্বাস (৪৩), বাচ্চু বিশ্বাস (৫৪), তার স্ত্রী রোজিনা বেগম (৪০), ছেলে আবু বক্কার (৮), সফিয়ার বিশ্বাসের ছেলে লিটন (৩৫), আশা বিশ্বাসের স্ত্রী নাসিমা বেগম (৪৫), কাশেম বিশ্বাসের ছেলে ফারুক (৩৪), রমজান বিশ্বাসের ছেলে বাবুর আলী (৪৫) ও থ্রি—হুইলার চালক শামিম হোসেন (৩৪)। হতাহতরা সবাই থ্রি—হুইলারের যাত্রী। তাদের বাড়ি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামে এবং তারা পরস্পরের আত্মীয়। আহত বাবুর আলী জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ভোরে তাদের এক ভগ্নিপতির মৃত্যুর সংবাদ পেয়ে তারা থ্রি—হুইলার (মাহিন্দ্র) রিজার্ভ করে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা হালসায় যাচ্ছিলেন। পথে যশোর—মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি বাসের সঙ্গে তাদের থ্রি—হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ওসি আব্দুর রাজ্জাক জানান, আহতদের মধ্যে ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হারুনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।