এফএনএস: যশোরের চৌগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত কাইয়ুম আলী (৫৫) যশোর সদর উপজেলার কাদিরপাড়া এলাকার ইসমাইল তরফদারের ছেলে। গতকাল সোমবার সকালে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর-সাতমাইলগামী পাকা রাস্তার পাশ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। যশোর জেলা পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রূপন কুমার সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলের সন্ধান মেলেনি। স্থানীয়রা জানান, নিহত কাইয়ুম মোটরসাইকেলে যাত্রী ভাড়ায় চালাতেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার জামাতা মুন্নার সঙ্গে কথা হয় তার। এরপর থেকে আর কারো সঙ্গে কথা হয়নি।