এফএনএস: যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের বারেক গাজীর ছেলে। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, আবুল কাশেম হাসপাতাল সড়ক থেকে যশোর-বেনাপোল মহাসড়কে ওঠার পর বেনাপোলগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।