এফএনএস: যশোরের বাঘারপাড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দুর্গাদহপুর ছব্বারের মোড়ের পাঞ্জেগানা মসজিদের পেছন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এতে মসজিদের মুসলি ও মোড়ের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মসজিদ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত বৃদ্ধ সবদুল শেখ জানান, সকালে মসজিদের পেছনে বাগান পরিষ্কার করতে গিয়ে বোমাসদৃশ বস্তু দেখেন। এ সময় তিনি মসজিদের পাশের রড-সিমেন্ট ব্যবসায়ী আলমগীর হোসেনকে তা দেখান। আলমগীর তাৎক্ষণিক মুঠোফোনে রায়পুর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রায়পুর ফাঁড়ি ও থানা পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো টেপ মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বোমার উৎস খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পানিতে রেখে প্রাথমিকভাবে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ওসি ফিরোজ উদ্দীন আরও জানান, ওই এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।