এফএনএস: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৪ যুবকের মৃত্যু হয়েছে। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শহরতলীর ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-চাচড়া খামারপাড়া এলাকার আবদুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) ও বর্মণ পাড়ার পাগল বর্মণের ছেলে সূর্য বর্মণ (৫৫)। অন্যদিকে এর ছয় ঘণ্টা আগে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হন। নিহতরা হলেন উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন (১৮)। গতকাল বৃহস্পতিবার ভোরে নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত বলেন, দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু একটি বাইসাইকেলে করে যাচ্ছিলেন। ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় পৌঁছালে একটি মাটি বহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যান। এ ঘটনায় নন্দ ঘোষ নামে আরেক বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ আহত হয়েছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আহত বৃদ্ধ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পতেঙ্গালীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ট্রাকচালককে এখনো আটক হয়নি। আটকের অভিযান অব্যাহত। অন্যদিকে মনিরামপুর থানার উপপরিদর্শক আবদুল হান্নান তিনি বলেন, গত বুধবার রাতে দুই তরুণ একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।