রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এফএনএস: যশোরে নিজ বাড়ির সামনে সাদী (৩২) ন্যমে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত সোমবার রাত সাড়ে ১১টায় শহরের রেল রোড পঙ্গু হাসপাতালের পেছনে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। নিহত সাদী রেলগেট এলাকার শওকত আলীর ছেলে। সাদীর স্বজনরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন এবং আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী তার কাছে চাঁদা দাবি করেছিল। তার জেরেই গত সোমবার রাতে তাকে বাড়ির সামনে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল সাংবাদিকদের জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর—ই—আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com