এফএনএস: যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীরা জানান, মনির হোসেনের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। তার স্ত্রীর সঙ্গে সেলিম হোসেন নামে একজনের পরকীয়া চলছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এ কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নারায়নপুর গ্রামে একটি আম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের স্ত্রীকে নজরে রাখা হয়েছে।