এফএনএস: যশোরের অভয়নগরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৎস্য ঘের থেকে নাইমা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওই ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নাইমা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। অভয়নর থানার ওসি একেএম শামিম হাসান জানান, বিকেলে বাড়ি থেকে বের হয় নাইমা। এরপর থেকে সে নিখোঁজ। রাতে ১১টার দিকে এলাকাবাসী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামালের মৎস্য ঘেরে কচুরিপানা দিয়ে ঢাকা নাইমার লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।