বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

যশোরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদÐ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

এফএনএস: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে মতিউর রহমান মতি নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদÐ, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদÐাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক গোলাম কবির এ দÐাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ লতা। দÐাদেশ পাওয়া মতিউর রহমান মতি কেশবপুর উপজেলার ল²ীনাথকাটি মাঝেরপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, মতিউর রহমান মতি ওই মাদ্রাসাছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিতো। কিন্তু এতে সাড়া না দেওয়ায় ২০২০ সালে ৩ জানুয়ারি সে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ৯ জানুয়ারি ছাত্রীর মা কেশবপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে কেশবপুর থানা পুলিশ যশোর কোতয়ালি থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে। ২০২০ সালের ২৮ জানুয়ারি পুলিশ এ মামলার অভিযোগপত্র দেয়। মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত গতকাল বুধবার এ দÐাদেশ দেন। দÐপ্রাপ্ত মতিউর রহমান মতি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com