এফএনএস: যশোরের চৌগাছায় চাঞ্চল্যকর শিশু শর্মীলা ধর্ষণ ও হত্যার দায়ে তজিবর রহমান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নীলুফার শিরিন এ রায় ঘোষণা দেন। মৃতুদন্ডপ্রাপ্ত যশোরের চৌগাছা উপজেলার ফকিরাবাদ এলাকার বাসিন্দা ও মেহেরপুরের গাংনী উপজেলার বিলধলা রামকৃষ্ণপুর এলাকার দবির উদ্দিন দরবার আলীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২২ জুন বিকেলে শর্মীলা খাতুন প্রতিবেশী তৈমুর হোসেন খানের বাগানে আম কুড়াতে যায়। সন্ধ্যা পার হয়ে রাতেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। ২৬ জুন সন্ধ্যায় তারা জানতে পারেন পাশেই হামিকপুর গ্রামের জামান মৃধার আম বাগানে একটি পচাগলা লাশ পড়ে আছে। লাল ঘটি হাফ প্যান্ট, হাত এবং পায়ের পাতা দেখে শর্মীলার লাশ শনাক্ত করেন। এ ঘটনায় আটক তজিবর রহমান পুলিশের কাছে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন। হাফিজুর রহমান কালু বাদী হয়ে ২৭ জুন চৌগাছা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার তজিবর রহমানের বিরুদ্ধে ওই বছরই ৬ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি তজিবর রহমান দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তার মৃত্যুদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন।