২০৪১ সালকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট যশোরে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে। ৪ মে শনিবার সকালে যশোর সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্নের রূপকার হিসেবে রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করতে হবে। সভাপতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গণমাধ্যমকর্মী এবং স্মার্ট প্রযুক্তির কোন বিকল্প নেই। স্বাগত বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে বলেন, শুধু প্রযুক্তি নয়, স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, স্মার্ট চিন্তা চেতনার এবং দর্শনের বাংলাদেশ বিনির্মাণ। কর্মশালায় সাংবাদিকবৃন্দ মত প্রকাশ করেন যে, স্মার্ট গণমাধ্যম গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে সরকারকেও এগিয়ে আসতে হবে। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোঃ নজরুল ইসলাম, নাহিদ নাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।-তথ্য বিবরণী