বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

যশোর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: যশোর কেন্দ্রীয় কারাগারে এনামুল হক (৫১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল আলম। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এনামুল বুকে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন। তখনই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সুমাইয়া জানিয়েছেন, হাসপাতালে আনার অল্প সময়ের মধ্যে শরিফুল মারা যান। তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছিলেন সেই পরীক্ষা—নিরীক্ষাও করা যায়নি। তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। এনামুল হক যশোর সদরের চাঁদপাড়া গ্রামের মফজেল হকের ছেলে। কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় ২০২৪ সালের ২০ মে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন বলে জানান কারাগারের জেলার। যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com