স্টাফ রিপোর্টার ঃ যশোর র্যাব ৬এর অীভযানে শিশু ধর্ষন মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটক ধর্ষন মামলার আসামী জেলার দেবহাটা উপজ্ েচরবালিয়্ গ্রামের মো: ফজলুর রহমানের পুত্র ফারিজুল ইসলাম। র্যাবসূত্রে জানাগেছে, গত ২/৫/২৪ইং ঐ এলাকার আসামীর বোন সুরাই(৭) ভিকটিম (৬) ও সুমাইয়া (৪) বছর একে সাথে আসামীর বাড়ীতে খেলা করছিল। তখন আসামী সুমাইয়াকে পান আনতে পাঠায়। এসময় আসামী ভিকটিম কে ঘরের মধ্যে ডেকে কাটুন দেখানোর কথা বলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় ভিকটিমের কান্নাকাটি করলে কাউকেনা জানানোর কথা বলে তাকে হুমকি দিয়ে চলে যায়। পরে বাড়িতে এসে তার মাকে জানালে তার মাবাদী হয়ে আসামী শরিফুল ইসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষনের মামলা দায়ের করে। মামরঅর খবর জানতে পেরে আসামী পালিয়ে থাকে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ মে র্যাব যশোর কোতয়ালী থানার পুরাতন রেল গেট এলাকা থেকে অভিযান চালিয়ে আসামীকে আটক করলে। আসামীকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সিপিসি ১ সাতক্ষীরা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।