অল্প বৃষ্টিতেই শ্যামনগর সদরের মুক্তিযোদ্ধা সড়কের দুপাশে জমে যায় পানি
ভ্রাম্যমান প্রতিনিধি \ বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা শ্যামনগর।এ উপজেলার প্রাণকেন্দ্রে মুক্তিযোদ্ধা সড়ক। সড়কের একপাশে উপজেলা পরিষদ, অন্যপাশে সাড়ে চার লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতাল অবস্থিত। সড়কটির পাশ দিয়ে প্রাণিসম্পদ হাসপাতাল, বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং দৃষ্টিনন্দন পিকনিক কর্নার সহ যতসব গুরুত্বপূর্ণ জনসেবা প্রতিষ্ঠান রয়েছে। এই জনগুরুত্বপূর্ণ সড়কটির জরাজীর্ণ অবস্থা, বেহাল দশা। পানি নিষ্কাশন এর জন্য সড়কের পাশ দিয়ে নেই কোন ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা। অল্প বৃষ্টি হলেই সড়কের দুপাশে জমে যায় পানি। স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাধারণ পদযাত্রী সহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় জনসাধারণের জন্য ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা সড়ক। শ্যামনগর চৌরাস্তা থেকে গোপালপুর পার্ক পর্যন্ত এ সড়কে খানাখন্দকে ভরপুর। যার ফলে স্কুল শিক্ষার্থীদের স্কুল ভ্যান, রোগী নিয়ে আসা, যাবার অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। মাঝেমধ্যে দুর্ঘটনা শিকার হচ্ছে অনেকে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ এর সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি আমাদের মাথায় আছে এ বিষয়ে একটা বাজেট পাস হয়েছে আগামী দুই এক মাসের ভিতরে কাজ হবে। পানির নিষ্কাশন এর জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকবে ও বলে জানান দৃষ্টিপাতের প্রতিবেদক কে। জনগুরুত্বপূর্ণ শ্যামনগর প্রাণকেন্দ্রে অবস্থিত এ মুক্তিযোদ্ধা সড়কটি দ্রুত সংস্কারের মধ্য দিয়ে চলাচলে নিরাপদ সড়ক হিসেবে গড়ে উঠুক এমন প্রত্যাশা শ্যামনগর বাসীর।