বাংলাদেশের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় মেট্রোরেল অসাধারন সংযোজন। আন্তর্জাতিক বিশ্বে লাল সবুজের বাংলাদেশ বর্তমান সময়ে ব্যাপক ভিত্তিক আলোচিত এবং আলোকিত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় দেশের অভাবনীয় উন্নতি বিশ্বকে কেবল অবাক নয় বিস্মিত করেছে। মেট্রো রেল চালু হওয়ার পর এবার চালু হতে চলেছে চট্টগ্রামের কর্ণফুলী নদী কর্ণফুলী ট্যানেল, উন্নত ও আধুনিক বিশ্ব যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় যেমন বিপ্লব আনায়ন করেছে আমাদের দেশের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় তা কোন অংশে কম নয়। গত কয়েকদিন যাবৎ রাজধানী ঢাকার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় এক ধরনের সহজলভ্যতা এসেছে আর এমন সহজলভ্যতা আসার কারন হিসেবে যে বিষয়টি আলোকপাত করা জরুরী তা হলো মেট্রো রেল ব্যবস্থা। মেট্রোরেল সত্যিকার অর্থে স্বপ্নপুরনের মহামাধ্যম হিসেবে খ্যাত। দেশের বিভিন্ন এলাকা হতে জনসাধারন মেট্রো রেলের ব্যবস্থাপনা প্রত্যক্ষ করতে আসছে। আমাদের দেশের জন সাধারনের জন্য স্বপ্নের সেতু ছিল পদ্মা বর্তমান সময়ে সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবতার মাইল ফলক। আমাদের দেশের সড়ক যাতায়াত ও অতীতের যে কোন সময় অপেক্ষা উন্নত, গতিশীল এক কথায় বলা যায় বিশ্বমানের। সড়ক ও মহাসড়কগুলোর কোন কোনটি উন্নত ও আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ অপেক্ষা অগ্রগামী। আগামী দিনগুলোতে দেশের সড়ক যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা আরও অধিকতর উন্নত হবে বলে ধারনা করা যথার্থ। দেশের রেল পথের যাত্রা দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে। বাংলাদেশের রেল ব্যবস্থা অর্থাৎ রেল যোগাযোগ ব্যবস্থা অতীতের যে কোন সময় অপেক্ষা গতিশীল। বাংলাদেশ এগিয়ে চলেছে। কেবল যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থায় অগ্রগামী তা নয়। বিশ্ব সভায় এগিয়ে চলা উন্নত দেশের তালিকায় আমাদের দেশের নাম লিখিত হয়েছে। অর্থনীতির সুদৃঢ় ভিত্তিতে দাঁড়িয়েছে বাংলাদেশ।