এফএনএস: ঢাকার যাত্রাবাড়ীতে মধ্যরাতে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিবির বাগিচা এলাকা থেকে মো. ইকবাল হোসেন (৪০) নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান। তিনি বলেন, ইকবালকে কোপানোর সময় দেখে এগিয়ে গিয়েছিলেন জাহিদ হাসান রাজু নামের এক ভাঙ্গারি দোকানের কর্মচারী। হামলায় তিনিও আহত হন। ইকবালের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। আহত রাজুকে পথচারীরা হাসপাতালে নিয়ে যান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পেশায় গাড়িচালক ইকবাল পটুয়াখালী বাউফল উপজেলার নারায়ণ পাশা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার এক বাসায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী কুলসুম বলেন, এলাকার সন্ত্রাসী উজ্জ্বলের সাথে দীর্ঘদিন ধরে ইকবালের বিরোধ ছিল। একসময় তাদের একসঙ্গে চলাফেরা ছিল। পরে শত্রুতা হয়। পুলিশ বলছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে।