স্টাফ রিপোর্টার ঃ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, যিশুখ্রিষ্ট মানবজাতির মুক্তির দূত হিসাবে ধরাধামে আগমন করেন। ধর্মের মুল কথা মানুষ হিসাবে অপর মানুষকে সেবা করা। বড় দিনের অনুষ্ঠানে সর্বজনীন উৎসবে পরিনত হয়েছে। যিশু খ্রিষ্টের মুল কথা মেনে চলতে হবে। সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর সমাজ গড়তে হবে। তিনি গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বাটকেখালী ক্যাথলিক চার্চে শুভ বড়দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি অত্যান্ত আনন্দিত বড় দিনের অনুষ্ঠানে আসতে পেরে। বড় দিনের শিক্ষা নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বড় দিন উদযাপন কমিটির সভাপতি হেনরি সরদারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তী, অতি: পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো: সজিব খান, অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ) মো: আমিনুর রহমান, অতি: পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর ওসি মহিদুল ইসলাম, ডিবি ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, ডিআইওঅন শেখ ইয়াছিন আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাধারন সম্পাদক পৌল সাহা, বড় দিন উদযাপন কমিটির সাধারন সম্পাদক অনিমেশ ব্যানার্জী, সহ-সভাপতি ডা: লুকাস পান্ডে, শিমন মাখন, ব্যানা বৈরাগী, পৌল বৈরাগী, নিলু সরকার সহ কমিটির বিপুল সংখ্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বড়দিন উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শুভ বড় দিন পালিত হয়েছে। বড় দিন উপলক্ষে সাতক্ষীরা প্রধান ক্যাথলিক চার্চ মনোমুগ্ধকর ঝলমলে আলোক সজ্জিত করা হয়। চার্চে প্রবেশ মুখ থেকে ভিতরে সকল স্থানে নতুনত্বের ছোয়ায় সাজানো হয়েছে। চোখ ধাদানো সকল কর্মসুচী না দেখলে অপূর্ণতা থেকে যাবে। খ্রিষ্টান ধর্মের অনুসারীদের বড় দিন হলেও সকল সম্প্রদায়ের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়েছে।