শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে ‘আটলান্টা রাইডার্স’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি-টেন লিগে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে আগের বছরই পার্টনারশিপ করেছে রাইডার্স। এবার তাদের সঙ্গে জোট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে বসুন্ধরা গ্রæপের মালিকানাধীন রংপুর রাইডার্স। আটলান্টা রাইডার্সের জার্সিতে আলো ছড়াবেন নাসির হোসেন, ফরহাদ রেজাসহ ৫ বাংলাদেশি ক্রিকেটার। দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো ভিনদেশি তারকা ক্রিকেটাররা। আগের দিন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চ‚ড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড। টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত কয়েক মৌসুম ধরেই খেলছেন আটলান্টা ফায়ারে। ঘরের ছেলে নাসির হোসনকে রেখেই দল চ‚ড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডে বাকি ৪ বাংলাদেশি অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী আর বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ব্যাটিংয়ে দলের বড় শক্তি। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন ভারতের সাবেক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ড ইলিয়টের সার্ভিসও নিশ্চিত করেছে রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডে আরও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলা আপানসু। ছয় বছর ধরে আবুধাবিতে ক্রিকেটের দ্রæততম গতির ফরম্যাট টি-টেন লিগ সফলভাবে আয়োজন করছে টি টেন গেøাবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি টেন লিগ। যেখানে অংশ নেবে যুক্তরাষ্ট্রের ছয় দল। সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

আটলান্টা রাইডার্স স্কোয়াড : লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডুয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com