বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সরাসরি আলোচনা পছন্দ করবেন বলে মন্তব্য করার পর পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ট্রাম্প গত মাসে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য তেহরানের প্রতি আহŸান জানিয়েছিলেন। তবে ক‚টনীতি ও আলোচনা ব্যর্থ হলে, ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইরানের সঙ্গে ‘সরাসরি আলোচনা’ করতে আগ্রহী। তবে গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘যে পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বলপ্রয়োগের হুমকি দেয় এবং তার বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ করে, তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে অর্থহীন।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমরা ক‚টনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরোক্ষ আলোচনার পথ চেষ্টা করতে প্রস্তুত।’ আরাঘচি বলেন, ‘ইরান সম্ভাব্য সকল ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখে। ক‚টনীতি ও আলোচনার ক্ষেত্রে যেমন গুরুত্বারোপ করে, তেমনি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও গুরুত্বারোপ করবে।’ গত শনিবার, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ‘সাম্যের ভিত্তিতে’ আমেরিকার সঙ্গে সংলাপে অংশ নিতে আগ্রহী। তিনি আলোচনার আহŸানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘যদি আপনি আলোচনা চান, তাহলে হুমকি দেওয়ার অর্থ কী?’
-পারমাণবিক কর্মসূচি-
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো কয়েক দশক ধরে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার অভিযোগ করে আসছে। ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বরাবরই বলে আসছে যে, তাদের পারমাণবিক কার্যক্রম কেবল বেসামরিক উদ্দেশ্যে। গত শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসেইন সালামি বলেছেন, দেশ যুদ্ধের জন্য ‘প্রস্তুত’। সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-কে তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ নিয়ে মোটেও চিন্তিত নই। আমরা যুদ্ধের সূচনাকারী হব না, তবে আমরা যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com