এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয় জন। নিহতদের একজন শিক্ষক ও অপরজন কিশোর শিক্ষার্থী। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় গত সোমবার গুলির এ ঘটনা ঘটে। হামলাকারী ১৭ বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থী বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। ব্রিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। যদিও ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস এখনও পর্যন্ত হামলাকারী বা নিহতদের লিঙ্গ পরিচয় প্রকাশ করেনি। কর্তৃপক্ষ বলছে, হামলাকারী গুলি চালানোর আগে অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে উপস্থিত হয়েছিলেন। ঘটনাস্থলে তাকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত বন্দুকধারীও ওই স্কুলেরই শিক্ষার্থী ছিল। ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। কোনও পুলিশ কর্মকর্তাকে গুলি চালাতে হয়নি। তবে পুলিশ ওই শিক্ষার্থীর গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানতে পারেনি। নিহতদের নামও প্রকাশ করা হয়নি। হামলাকারী শিক্ষার্থী সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি। তবে সন্দেহভাজনের পরিবার তদন্তে সাহায্য করছে বলে জানিয়েছে। গোলাগুলি একটি জায়গায় সীমাবদ্ধ ছিল। তবে তা শ্রেণিকক্ষ নাকি হলরুম তা স্পষ্ট নয়। স্কুলের রিলেশনশিপ ডিরেক্টর বারবারা উইয়ার্স বলেছেন, যে চলতি বছরের শুরুতে স্কুলটিতে শ্যুটিং প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছিল। তবে সোমবার অনুশীলন ছিল না। তিনি বলেন, শ্রেণিকক্ষের দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বাইরের কেউ প্রবেশ করতে চাইলে তাকে প্রথমে প্রধান ফটক দিয়ে প্রবেশ করার অনুমতি নিতে হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। গুলির এ ঘটনাকে ‘মর্মান্তিক ও অকল্পনীয়’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।