এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বিবিসি জানায়, সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। কর্মকর্তারা বলেছেন, তারা সেন্ট ফ্রান্সিস হাসপাতালটির নিরাপত্তা নিশ্চিতে এখনও কাজ করে যাচ্ছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ প্রধান এরিক ডালগ্লিশ বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে তথ্য, চারজন বেসামরিক নাগরিক মারা গেছে এবং একজন বন্দুকধারী মারা গেছে।তিনি বলেন, বন্দুকধারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তির কাছে সে সময় একটি লং গান (বন্দুক) এবং একটি হ্যান্ড গান (বন্দুক) ছিল। হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তুলসার হামলার বিষয়ে অবহিত করা হয়েছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা এক বিবৃতিতেও বলেছেন। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট টেক্সাসের একটি স্কুলে ১৯ শিশু এবং দুই শিক্ষককে হত্যার ঘটনার পর অবাধে বন্দুক সহিংসতা প্রতিরোধের আহŸান জানান।