শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইডালিয়া শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। এটি ঘণ্টায় ১২০ মেইল বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপক‚লের দিকে এগোচ্ছে। এটিকে ইতোমধ্যে ক্যাটাগরি-৩ এর শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন স্থানীয় সময় গতকাল বুধবার সকালে ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় উপক‚লে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইডালিয়া। খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্যমতে, ইডালিয়া গতকাল বুধবার সকালের দিকে ক্যাটাগরি ২ শক্তিশালী ঝড় হিসেবে ফ্লোরিডার বিগ বেন্ড উপক‚লে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানা ক্যাটাগরি ৩ বা তার চেয়েও শক্তিশালী প্রথম বড় কোনো ঝড় হতে পারে। ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় উপক‚লে পরিস্থিতি ইতোমধ্যেই খারাপ হতে শুরু করেছে। সমুদ্রের পানি তীরে আসছে, মাদেইরা সমুদ্র সৈকত থেকে ফোর্ট মায়ার্স বিচ পর্যন্ত উপক‚লীয় সড়কগুলো হ্রদে পরিণত হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। হ্যারিকেন সেন্টার জানায়, ইডালিয়া উপক‚লে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসাত্মক ও ভয়ংকর ঝড়ো বাতাস ও ঢেউ নিয়ে আসবে এবং ১৬ ফুট উচ্চতার জলোচ্ছ¡াস হতে পারে। ফ্লোরিডার তালাহাসি শহরের জাতীয় আবহাওয়া পরিষেবা কার্যালয় বলেছে, এটি রাজ্যের এই অঞ্চলের জন্য একটি অভ‚তপূর্ব পরিস্থিতি তৈরি করেছে। তালাহাসির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিগ বেন্ডের টেলর কাউন্টি শেরিফের অফিস জানায়, প্রাণহানি ও বিপর্যয়কর ধ্বংসযজ্ঞের প্রচÐ আশঙ্কা রয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বিগ বেন্ড অঞ্চলে ‘উল্লেখযোগ্য প্রভাব’ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, যারা ঝড় অতিক্রম না করা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করবে, জরুরি উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছেতে পারবেন না। যদিও ইডালিয়ার অধিকাংশ বাসিন্দাই আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা মানছেন। ডিসান্টিস গত মঙ্গলবার সন্ধ্যায় বিগ বেন্ডের বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘কেউ কেউ পিছিয়ে থাকছেন। আপনাদের সত্যিই এখন যেতে হবে। এখনই সময়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com