এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক শ্বেতাঙ্গ তরুণের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকে ভয়ানক বলে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সময় গত সোমবার সকালে শিকাগোর হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজের জন্য জড়ো হতে থাকেন হাজারো মানুষ। কুচকাওয়াজ শুরু হওয়া মাত্রই সন্দেহভাজন এক বন্দুকধারী আশপাশের কোন ভবনের ছাঁদ থেকে কুচকাওয়াজে অংশ নেওয়া লোকদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। পরে ১০ মিনিটের মধ্যে বন্ধ করে দেয়া হয় কুচকাওয়াজ। ঘটনার পর থেকে গোটা এলাকা ঘিরে রেখে সন্দেহভাজনের খোঁজে অভিযানে নামে পুলিশ। গোলাগুলির পর হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেন নগর কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলোও লকডাউনের আওতায় এনে অভিযান চালান তারা। সমুদ্র সৈকত থেকে সরিয়ে নেয়া হয় লোকজনকে। বাতিল করা হয় কুচকাওয়াজ ও আতশবাজির বিভিন্ন অনুষ্ঠান। এরই মধ্যে বন্দুকধারী এক তরুণ শ্বেতাঙ্গকে শনাক্ত করেছে পুলিশ। তার ছবিও প্রকাশ করেছে পুলিশ। স্থানীয় পুলিশ কমান্ডার জানিয়েছেন ওই তরুণের কাছে কাছে অস্ত্র আছে এবং তিনি বিপজ্জনক। দুর্ঘটনার পর হোয়াইট হাউসে এক ভাষণে হামলাকে ভয়ানক বলে দুঃখ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন: তিনি জানেন অনেক আমেরিকান একটি বিভক্ত দেশ দেখতে চান। সেই বাস্তবতা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। জো বাইডেন আরও বলেন: তিনি বিশ্বাস করেন মার্কিনীরা যতটা বিভক্ত, তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ।