কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সারদা লাইব্রেরীর স্বাত্তাধীকারী যুগোল কিশোর দে ছিলেন, আওয়ামীলীগের একজন স্থিতি মননশীল রাজনৈতিক ব্যাক্তি। তার রাজনৈতিক কর্মদক্ষতা ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতিকে প্রশংসিত করেছে। খুলনা জেলা থেকে শুরু করে কপিলমুনি ইউনিয়নসহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সাথে তার সু-সম্পর্কের পরিধি ছিল বিস্তর। শুক্রবার সন্ধ্যায় তার প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এমপি রশীদুজ্জামান এসব কথা বলেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১২.৩০ ঘটিকায় স্বর্গীয় যুগোল কিশোর দের পুত্রদ্বয়ের কপিলমুনিস্থ সীতানাথ ভবনে ঞ্জাতিভোজ, অতিথি ও বন্ধু সেবা অনুষ্ঠিত হয়। এ সময় স্বর্গীয় যুগোল কিশোর দের পুত্রদ্বয়ের মধ্যে উপস্থিত ছিলেন, হিমাদ্রী শেখর দে, চন্দ্র শেখর দে ও জয়দেব কুমার দে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জিএম হেদায়েত আলী টুকু, ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম খোকন, সরদার মোজাফ্ফর হোসেন, জগদীশ দে, এম মাহমুদ আসলাম, শিমুল বিল্লাহ বাপ্পী, জাহাঙ্গীর সরদার, কৃষ্ণেন্দু দত্ত, সঞ্জয় হালদার, তৈয়বুর হোসেন রকি, সীমান্ত রায়, হাফিজুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ইংরেজী ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) যুগোল কিশোর দে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।