স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকালে শহরের মিনি মার্কেট এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা যুবলীগের সিনিয়র সদস্য মানবীক যুব নেতা মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে যুব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সাতক্ষীরা জেলা যুবলীগ অগ্রণী ভূমিকা রাখবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্য বুকে ধারণ করে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে জেলা যুবলীগ।” যুব সমাবেশ ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য যুব নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি মাসুম, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন, জনি, যুবলীগ নেতা সালাহউদ্দিন, মহব্বত, সাতক্ষীরা পৌর যুবলীগের নেতা তাইজুল ইসলাম, পাপন নয়ন, রিজভী, অপু প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।