স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদরের ঘোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বিকালে ভাড়–খালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তিনি বলেন, সাতক্ষীরায় মাদক ও জঙ্গীবাদের ঠাই নাই। মাদক ও জঙ্গীবাদ দুটিই দেশের শত্র“। এটির সাথে যে পরিবারে যুক্ত হবে সেটি ধ্বংস অনিবার্য। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় হবে না। তিনি আরো বলেন, মাদক কারবারী ও জঙ্গীবাদে জড়ীতদের কেউ ভাল বাসেনা। সন্ত্রাস ও জঙ্গীবাদ কে নির্মূল করা হবে। সাতক্ষীরাকে আর পূর্বের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। যারা মানুষের স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা বাধা হয়ে দাড়াবে তাদের ছাড় নাই। এ ধরনের কর্মকান্ড থেকে যারা ফিরে আসবে জেলা পুলিশ তাদের পাশে থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতি: পুলিশ সুপার সজীব খান, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, জেলা ডিবি পুলিশের ওসি বাবুলুর রহমান খান, স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল খালেক, আজিজ হাসান, সিরাজুল ইসলাম, সরদার রহিলউদ্দীন, এসময় ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।