এফএনএস স্পোর্টস: সৌদি আরবে পাড়ি দিয়ে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাস্রের হয়ে গোল করে চলেছেন নিয়মিত। সবশেষ ম্যাচেও জালের দেখা পেয়েছেন দুবার। তবে, দলের সেরা তারকা হলেও ক্লাবটিতে একটা জায়গায় কিন্তু তিনি এখনও দ্বিতীয় সেরা। মৌসুমে দলটির গোলদাতার তালিকার তার ওপরে আছেন আন্দেরসন তালিসকা। সৌদি প্রো লিগে মঙ্গলবার রাতে আল-আদালাহকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় আল নাস্র। এই ম্যাচে জোড়া গোলের সুবাদে ৯ লিগ ম্যাচে রোনালদোর গোল হলো ১১টি। এদিন জোড়া গোল করেছেন তালিসকাও। তার মোট গোল ১৬টি। অবশ্য লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তালিসকা এককভাবে শীর্ষে নন। তার সমান গোল আছে আল-হিলালে খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়াটফোর্ডের সাবেক ফরোয়ার্ড ওডিওন ইঘালোর। গত জানুয়ারিতে ৩৮ বছর বয়সী রোনালদোকে দলে টানে আল নাস্র। এই পর্তুগিজ তারকার সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করেছে তারা এবং চুক্তির আর্থিক অঙ্ক ২০ কোটি ইউরোরও বেশি। রোনালদো-তালিসকাদের হাত ধরে চলতি লিগে বেশ ভালো অবস্থানে আছে নাস্র। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। দুই দলেরই লিগের বাকি এখনও আটটি করে ম্যাচ। আল-আদালাহ ম্যাচে নিজেদের কাজটুকু ঠিকঠাক করতে পারায় তৃপ্ত তালিসকা। ব্যক্তিগত গোলের পাতায় শীর্ষে থাকা মূল লক্ষ্য নয় বলে জানিয়েছেন তিনি। “শীর্ষ পর্যায়ের সব খেলোয়াড়ই নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে। আল নাস্রেকে জেতানোই আমার মূল লক্ষ্য, শীর্ষ গোলদাতা হওয়া নয়।”
আন্তর্জাতিক বিরতির আগে আভার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের শেষ দিকে তালিসকাকে পেনাল্টি নিতে দিয়েছিলেন রোনালদো। তালিসকা গোলও করেছিলেন। ওই ঘটনাকে পরে রোনালদোর থেকে ‘বিশেষ সম্মান’ পাওয়া এবং পুরো বিষয়টিকে একে-অপরের প্রতি সম্মান দেখানো হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। মঙ্গলবারও প্রথমার্ধে পেনাল্টি পায় আল নাস্র। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন রোনালদো।