এফএনএস স্পোর্টস: আজ মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের পর্দায়। এ ছাড়া বাংলাদেশ বেতারে সরাসরি ধারাভাষ্য শোনা যাবে। এর আগে গত সপ্তাহে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কোনও চ্যানেল না দেখানোয় বিড়ম্বনায় পড়েছিল বাংলাদেশি সমর্থকেরা। ফেসবুক ও অনলাইনে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করেও ম্যাচ দেখতে পারেনি ফুটবল ভক্তরা। তবে সিলেটের এই ম্যাচ টি স্পোর্টসে সরাসরি দেখানোয় স্বস্তি ফিরেছে ফুটবল সমর্থকদের মধ্যে। সমর্থকদের সুযোগ রয়েছে মাঠে বসে খেলা দেখার। ১০০টাকা মূল্যের টিকিট ক্রয় করে গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার এই ম্যাচটি।