শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

যে কারণে রোনালদোর মতো উদযাপন করেন সিরাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর “ঝরঁঁঁঁ”উদযাপনের কথা কে না জানে? ফুটবলের বাইরের দুনিয়ার অনেক খেলাতেও রোনালোদকে অনুকরণ করে এমন উদযাপন করার চেষ্টা করেছেন অনেকে। ক্রিকেটের মাঠে ভারতের পেসার মোহাম্মদ সিরাজ প্রায়ই রোনালদোর মত করে উদযাপন করার চেষ্টা করেন। এবার সেই উদযাপনের রহস্য খোলাসা করেছেন সিরাজ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সিরাজের দল গুজরাট টাইটান্স। ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন সিরাজ। পুরস্কার নিতে গিয়ে উদযাপনের রহস্য খোলাসা করেছেন এই পেসার। সিরাজ বলেন, ‘(মাটির দিকে আঙুলের ইশারা করে) এটায় বোঝাচ্ছি যে, আমি আছি লড়াইয়ের জন্য, এরপরই “ঝরঁঁঁঁঁ”উদযাপন, রোনালদোর ভক্ত আমি, তার মতো উদযাপন তো করতেই হবে।’ নিজের পুরনো দল আরসিবির বিপক্ষে ম্যাচ হওয়ায় বাড়তি চেষ্টা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সিরাজ জানান, ‘নাহ (বাড়তি আগুন ছিল না) কিছুটা আবেগপ্রবণ ছিলাম, কারণ সাত বছর এখানে খেলেছি, লাল জার্সিতে খেলেছি। এবার ভিন্ন অভিজ্ঞতা, কিছুটা নার্ভাস ছিলাম, আবেগও ছিল। তবে যখনই হাতে বল নিয়েছি, এরপর ‘ফুল অন’ হয়ে গেছি।’ আইপিএলের আগের সময়ের ব্যাপারে সিরাজ জানিয়েছেন, ‘টানা ম্যাচ খেলছিলাম। ভুলগুলো তাই উপলব্ধি করতে পারছিলাম না। এবার যখন বিরতি পেলাম, নিজের ফিটনেস ও বোলিংয়ের ওপর মনোযোগ দিলাম। মানসিকভাবেও সবকিছু খুব ভালো ছিল। এরপর যখন জিটি দলে (গুজরাট টাইটান্স) দলে যোগ দিলাম, তখন আশিস ভাইয়ের সঙ্গে (দলের কোচ আশিস নেহরা) কাজ করলাম। বল এখন হাত থেকে ভালোভাবে বের হচ্ছে এবং আত্মবিশ^াসও দারুণ। বিশ^াসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, নিজের ভেতরে বিশ^াসটা রাখতে হবে। বিশ^াস না থাকলে আতঙ্কিত হয়ে পড়ার সুযোগ থাকে। আমার ভেতরে এই বিশ^াসটা রাখি যে, আমি করতে পারি। আমার মানসিকতটা এরকমই থাকে।’ ৩ ম্যাচে ২ জয়ের ফলে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com